Sunday, September 27, 2020

কিছু কমন সেন্স যা সবার মাঝে থাকা প্রয়োজন

কিছু কমন সেন্স যা সবার মাঝে থাকা প্রয়োজন

১. নামাযের সময় কাউকে কল দিবেন না। কারণ সে হয়ত এই মুহূর্তে নামায পড়ছে।

২. দুই বারের বেশি কল দেওয়া ঠিক না কারণ সে হয়ত ব্যস্ত আছে। ব্যস্ত থাকার কারণে আপনার ফোন কল ধরতে পারছে না।

৩. গভীর রাতে খুব প্রয়োজন ব্যতীত কাউকে ফোন কল করবেন না। কারণ সে হয়ত ঘুমে মগ্ন আছে। এতে সে ডিস্টার্ব ফিল করতে পারে।

৪. অনুমতি ব্যতিত কারো ঘরে প্রবেশ বা প্রয়োজনীয় জিনিস পত্রে হাত দেওয়া ঠিক না। কারণে এতে তার প্রাইভেসি নষ্ট হতে পারে।

৫. কারোর দামি কোন জিনিস ধার নিবেন না বা আপনার সামর্থ্য ব্যতিত কোন জিনিস কারো থেকে ধার নিবেন না। কারণ এটার যদি কোন ক্ষতি হয়ে যায় তাহলে এই ক্ষতির মাশুল আপনি দিতে পারবেন না।

৬. অনুমতি ব্যতিত কারোর ছবি তুলবেন। না কারণ‌ কারো পার্সোনাল ছবি অনুমতি ব্যতিত তোলা অনেক অপরাধ মূলক কাজ।

৭.সব জায়গায় সব কথা বলবেন না। বুঝে-শুনে কথা বলবেন। কারণ, হুটহাট করে কথা বললে আপনি অপমান হতে পরেন মানুষের কাছে।

৮. এই পয়েন্ট টা বিশেষ করে মেয়েদের জন্য; আপনারা আপনাদের জামাকাপড়  যেখানে সেখানে নেড়ে দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন।

এসব কিছু নিজের স্বভাবে পরিণত করুন। অভিজ্ঞতা হিসেবে রেখে দিন। জীবনে কাজে লাগবে।

No comments:

Post a Comment

শেইম অন এমানুয়েল ম্যাক্রন!

  রবিউল আউয়াল মাসে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ফ্রান্সের দুটো বিল্ডিংয়ে প্রকাশ্যে আল্লাহর রাসূল (ﷺ‬) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন— শতাব্দীর সর্ব নি...